শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বিপিএল-২০২২

সিলেটের বিপক্ষে খুলনার সহজ জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২২, ০০:৩৫

সিলেটের বিপক্ষে খুলনার সহজ জয়

বিপিএলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ১৫ রানের জয় পেয়েছে খুলনা। সাত ম্যাচে এটি সিলেটের পঞ্চম হার। সমানসংখ্যক ম্যাচে খুলনার এটি চতুর্থ জয়।

সোমবার (৭ ফেব্রুয়ারি) আগে ব্যাট করে সৌম্য-মুশফিকের জোড়া হাফ সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৮২ রান তুলেছিল খুলনা। সৌম্য ৬২ বলে অপরাজিত ৮২ রান (৪ চার, ৪ ছয়), মুশফিক ৩৮ বলে অপরাজিত ৬২ রান (৬ চার, ২ ছয়) রান করেন।

জবাবে ৬ উইকেটে ১৬৭ রান তুলতে সমর্থ হয় সিলেট। বিজয় ৪৭, ইনগ্রাম ৩৭, মোসাদ্দেক অপরাজিত ৩৯, আলাউদ্দিন বাবু অপরাজিত ২৫ রান করেন। শেষ ওভারে আলাউদ্দিনের টানা তিন বলে তিন ছয় শুধু রানের ব্যবধানটাই কমিয়েছে। ৭ বলে ২৫ রান নিয়ে অপরাজিত ছিলেন আলাউদ্দিন।

খুলনার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন থিসারা পেরেরা ও সৌম্য সরকার। মাত্র ৩ ওভারে ৪৬ রান দিয়েছেন কামরুল ইসলাম রাব্বী।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top