ইংল্যান্ড টেস্ট দল থেকে বাদ ব্রড-অ্যান্ডারসন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২২, ০১:০৩
তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড। এই সফরে দল থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের হয়ে টেস্টে নিয়মিত খেলা জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ড ব্রড। এই দুইজন ছাড়াও বাদ পড়েছেন অ্যাশেজ সিরিজের আরও ছয়জন।
তাদের পরিবর্তে দলে ডাকা হয়েছে নতুন মুখ উদ্বোধনী ব্যাটসম্যান আলেক্স লিস, পেসার ম্যাট ফিশার, ম্যাট পারকিনসন ও সাকিব মাহমুদকে। ডাকা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকসকেও। তারা অভিষেকের অপেক্ষায় আছেন।
অ্যান্ডারসন ১৬৯ টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ ৬৪০ উইকেট নিয়েছেন। আর ব্রড ১৫২ টেস্টে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ উইকেট। তারা দুজনই অ্যাশেজ সিরিজে খেলেছিলেন। যেখানে ইংল্যান্ড ৪-০ ব্যবধানে হেরেছিল।
অ্যান্ডারসন ও ব্রডকে বাদ দেওয়ার বিষয়ে কলিংউড বলেছেন, ‘আমাদের মনে হয়েছে তরুণ ও সম্ভাবনাময় কিছু বোলারকে পরখ করে দেখা দরকার। আর যারা আগেও খেলেছে তাদের দায়িত্বটা আর একটু বাড়িয়ে দেওয়া দরকার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে অ্যান্ডারসন ও ব্রড ইংল্যান্ড দলে মান এবং অভিজ্ঞতা যুক্ত করেছেন। তারা ভবিষ্যতে ইংল্যান্ড দলের হয়ে খেলবেন কিনা সেটা দেখার দায়িত্ব স্থায়ীভাবে দায়িত্ব নেওয়া ডিরেক্টর ও প্রধান কোচের। এই স্কোয়াডটা মূলত ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটকে সেখানে নিয়ে যাওয়ার প্রচেষ্টার অংশ যেখানে ইংল্যান্ড দলের থাকার কথা। কঠোর পরিশ্রম শুরু হলো কেবল।’
শুধু এই দুইজনই নন, অ্যাশেজ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জস বাটলার, দাওয়িদ মালান, ররি বার্নস, হাসিব হামিদ, স্যাম বিলিংস ও ডম বেস। অবশ্য অলি পোপ ও ক্রিস ওকস টিকে গেছেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড টেস্ট দল:
জো রুট (অধিনায়ক), জনাথন বেয়ারস্টো, জ্যাক ক্রাউলি, ম্যাথিউ ফিশার, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, আলেক্স লিস, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথিউ পারকিনসন, অলি পোপ, অলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।