বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৪৫

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি ঘোষণা

৩টি ওয়ানডে ও ২টি টেস্ট সিরিজ খেলতে মার্চে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের এই সফরের জন্য ইতমধ্যে সূচি ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

সূচি অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হবে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই, ওয়ানডে সিরিজ দিয়ে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় ম্যাচ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। ১৮ মার্চ দুই দলের প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ।

ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। আগামী ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল, যে ম্যাচের ভেন্যু পোর্ট এলিজাবেথ।

ওয়ানডে সূচি:

১৮ মার্চ ২০২২ : ১ম ওয়ানডে, সেঞ্চুরিয়ন
২০ মার্চ ২০২২ : ২য় ওয়ানডে, জোহানেসবার্গ
২৩ মার্চ ২০২২ : ৩য় ওয়ানডে, সেঞ্চুরিয়ন

টেস্ট সূচি:

৩১ মার্চ থেকে ৪ এপ্রিল : ১ম টেস্ট, ডারবান
৮ এপ্রিল থেকে ১২ এপ্রিল : ২য় টেস্ট, পোর্ট এলিজাবেথ

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top