খুলনার বিপক্ষে ঢাকার লক্ষ্য ১৩০ রান
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২২, ০৪:০১
মিনিস্টার ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স। শুরুতেই খুলনার পাঁচ ব্যাটার বিদায় নেয় মাত্র ৩২ রানে। সেখান থেকে ৬৪ রানের ইনিংসে খুলনাকে সম্মানজনক পুঁজি এনে দেন সিকান্দার রাজা।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যস্ত হয়ে পড়ে খুলনার ইনিংস। ইনিংসের ৩.৩ ওভারে মাত্র ১২ রান তুলতেই সাজঘরে ফিরে যান চার ব্যাটার আন্দ্রে ফ্লেচার (৬), সৌম্য সরকার (১), জাকের আলি অনিক (৫) ও ইয়াসির আলি রাব্বি। সপ্তম ওভারে ব্যক্তিগত ১২ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক মুশফিকুর রহিমও।
একপ্রান্ত আগলে রেখে একার লড়াইয়ে দলকে ১২৯ রানে নিয়ে যান জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫ চার ও ৪ ছয়ের মারে ৫০ বলে ৬৪ রান করেন তিনি। এছাড়া ১২ রান আসে শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার ব্যাট থেকে।
ঢাকার পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন আরাফাত সানি ও আজমতউল্লাহ ওমরজাই। এছাড়া রুবেল হোসেন ও ফজলহক ফারুকির শিকার ১টি করে উইকেট।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।