শুভাগতর ছয়ে শেষ ওভারে ঢাকার রোমাঞ্চকর জয়
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২২, ০৫:৪৬
১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিল ১১ রান। পেরেরার করা প্রথম বলে তার মাথার উপর দিয়ে সরাসরি সীমানার ওপারে আছড়ে ফেললেন শুভাগত হোম। সমীকরণ দাঁড়ায় ৫ বলে ৫। দ্বিতীয় বলে কাভার দিয়ে হাকান ছয়। শুভাগতর জোড়া ছয়ে চার বল হাতে রেখেই খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারাল মিনিস্টার ঢাকা।
লক্ষ্য ছিল মাত্র ১৩০ রানের। ঢাকার জন্য সহজ ছিল। তবে তারা জিতেছে একটু কঠিন করেই। বুধবার (৯ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয় খুলনা। শেষ পর্যন্ত তারা ৮ উইকেটে ১২৯ রান করে। রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।
শুভাগত হোম ৯ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন। তার সঙ্গে অপরাজিত ছিলেন আজমতউল্লাহ ওমরজাই (১০)। মাত্র ১৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরষ্কার পেয়েছেন আরাফাত সানি।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: শুভাগত ঢাকা খুলনা টাইগার্স
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।