এক ম্যাচ আগেই সিরিজ জয় ভারতের
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২২, ০০:৪২
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় পেয়েছেন ভারত। আহমেদাবাদে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে হারিয়েছে স্বাগতিকরা।
বুধবার (১০ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত আগে ব্যাট করে ৯ উইকেটে ২৩৭ রান করে। জবাবে ৪৬ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায় উইন্ডিজ। ৪৪ রানের জয়ে সিরিজ জয় নিশ্চিত হয়ে যায় রোহিত-কোহলিদের। যা উইন্ডিজের বিপক্ষে ভারতের একাদশতম সিরিজ জয়।
২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে খেই হারায় সফরকারীরা। এরপর শামারা ব্রুকস, আকিয়াল হোসেন, ওডিয়ান স্মিথ চেষ্টা করলেও জয়ের নাগাল পাননি।
দ্বিতীয় ওয়ানডেতে ভারতের পেসার প্রসিদ্ধ কৃষ্ণা মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠেন। ৯ ওভার বল করে ৩ মেডেনসহ মাত্র ১২ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ডটাই ভেঙে দেন তিনি।
ব্যাট হাতে ব্রুকস সর্বোচ্চ ৪৪ রান করেন। ৩৪ রান করেন আকিয়াল। শেই হোপ ২৭ ও ওডিয়ান ২৪ রান করেন। বল হাতে কৃষ্ণা ছাড়া ২টি উইকেট শার্দুল ঠাকুর।
এনএ৭১/এমএ/২০২২
বিষয়: ভারত ওয়েস্ট ইন্ডিজ India west indies
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।