আইপিএলে শেষ পর্যন্ত অবিক্রিত রইলেন সাকিব
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ০০:৩১
আইপিএল-২০২২ আসরে কোনও দল পাননি সাকিব। এবারের নিলামে ২ কোটি ভিত্তিমূল্যে প্রথম দিনে সাকিবকে তোলা হলে আগ্রহ দেখায়নি কেউ। বিশ্বেসেরা অলরাউন্ডার থাকেন অবিক্রিত। দ্বিতীয় দিনে আবার তোলা হলে কেউ আগ্রহ না দেখানোয় শেষ পর্যন্ত অবিক্রিতই থাকলেন সাকিব।
সাকিব আল হাসানের আইপিএল অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। দুইবার তিনি জিতেছেন শিরোপা। ব্যাট ও বল হাতে যেখানে অবদান রেখেছেন সাকিব।
২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত দুটি দলের হয়ে আইপিএলের ৯ আসরে খেলেছেন। মাঝে কেবল ২০১৩ ও ২০২০ সালের আসরে খেলতে পারেননি নিষিদ্ধ থাকায়।
৯ আসরে সব মিলিয়ে সাকিব খেলেন ৭১ ম্যাচ। ব্যাট করার সুযোগ পান ৫২ ইনিংসে। ১৯.৮৩ গড়ে তিনি রান করেন ৭৯৩টি। ফিফটি মাত্র ২টি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ৬৬ রান। শূন্যরানে আউট হয়েছেন ৪ বার। বাউন্ডারি হাঁকিয়েছেন ৭৩টি। আর ছক্কা মেরেছেন ২১টি।
অন্যদিকে বল হাতে নিয়েছেন ৬৩ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন ৭.৪৪ করে। ৪ কিংবা ৫ উইকেটের দেখা পাননি একবারও। ২০১২ ও ২০১৪ সালে কলকাটা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতেছিলেন তিনি।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: আইপিএল-২০২২ সাকিব sakib al hasan IPL
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।