পাকিস্তানে প্রধানমন্ত্রী পর্যায়ের নিরাপত্তা পাবে অজিরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ০০:৫১

পাকিস্তানে প্রধানমন্ত্রী পর্যায়ের নিরাপত্তা পাবে অজিরা

দীর্ঘ দুই যুগের বেশি সময় পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলতে মার্চে পাকিস্তানে যাবে অস্ট্রেলিয়া। এই সিরিজে অজিদের সবচেয়ে বড় ভয় কাজ ছিল নিরাপত্তা ব্যবস্থা। তবে অতিথি দলগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার সব উদ্যোগই নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও দেশটির সরকার।

আন্তর্জাতিক দল যত বেশি পাকিস্তানে এসে সিরিজ খেলবে, নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সম্ভাবনা তত বাড়বে পাকিস্তানে। সে জন্য পিসিবি চাইছে বেশি বেশি করে নিজ দেশে আন্তর্জাতিক ম্যাচ খেলার।

তবে সব দলই একটি অজুহাত দেখিয়ে পাকিস্তানে সফর করে না। তা হচ্ছে নিরাপত্তা। এর আগে ইংল্যান্ড এবং নিউজিলান্ডও পাকিস্তান সফর বাতিল করে নিরাপত্তার জন্য। তবে পিএসএল খেলতে যাওয়া অজি অলরাউন্ডার বেন কাটিং মনে করেন পাকিস্তানে নিরাপত্তাব্যবস্থা অসাধারণ।

পিএসএল খেলতে যাওয়া কাটিং জানান, 'এখানকার নিরাপত্তাব্যবস্থা অসাধারণ। এ কারণেই আপনি এখানে নিরাপদ মনে করবেন। পাকিস্তানে বিমানবন্দরে নামার পর থেকে দেশে ফিরে যাওয়ার বিমানে ওঠার আগপর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা পাবেন আপনি।’

এ ছাড়াও আসন্ন পাকিস্তান সিরিজের জন্য কামিন্সদের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না বলেই মনে করেন কাটিং। কাটিং বলেন, 'এখানে খেলোয়াড়দের যে নিরাপত্তা দেওয়া হয়, তা প্রেসিডেন্টের নিরাপত্তার পর্যায়ের। আমাদের প্রধানমন্ত্রী যদি পাকিস্তান সফর করতেন, তিনিও একই পর্যায়ের নিরাপত্তা পাবেন, যেমন নিরাপত্তা আমাদের টেস্ট দল পাবে।’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top