বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আকরাম খানের ছোট ভাই মারা গেছেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ০০:৩৯

আকরাম খানের ছোট ভাই মারা গেছেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খানের ছোট ভাই আকবর খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় ইন্তেকাল করেছেন তিনি। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম।

জানা গেছে, আকবর খান দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। রাতে হার্টঅ্যাটাকে মৃত্যু হয় তার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাদ আসর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে আকবর খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চট্টগ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের সদস্য আকবর খান। তিনি বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের চাচা।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top