• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


লজ্জার পরাজয় দক্ষিণ আফ্রিকার, ১৮ বছর পর জয় নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২২, ০২:৩৩

লজ্জার পরাজয় দক্ষিণ আফ্রিকার, ১৮ বছর পর জয় নিউজিল্যান্ডের

ক্রাইস্টচার্চ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২৭৬ রান এবং এক ইনিংসের ব্যবধানে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দীর্ঘ ১৮ বছরে এটিই প্রোটিয়াদের বিপক্ষে প্রথম জয় কিউইদের।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) খেলার তৃতীয় দিনে জয় পেতে মাত্র একটি সেশন লেগেছে নিউজিল্যান্ডের। টিম সাউদি ৩৫ রান দিয়ে নিলেন ৫ উইকেট। তাতেই দ্বিতীয় ইনিংসে ১১১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। হ্যাগলি ওভালে তৃতীয় দিনে মাত্র ৩২ ওভার টিকতে পারলো সফরকারীরা।

এর আগে, ৩ উইকেটে ৩৪ রান নিয়ে দিন শুরু করেছিল প্রোটিয়ারা। প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানে গুটিয়ে যাওয়া দলটি পিছিয়ে ছিল ৩৫৩ রানে। নিউজিল্যান্ডের মাত্র একবারই ব্যাট করতে হয়েছে। হেনরি নিকোলসের ১০৫ আর টম ব্লান্ডেলের ৯৬ রানে ভর করে ৪৮২ রানে অলআউট হয় স্বাগতিকরা। ম্যাচসেরা হয়েছেন ম্যাট হেনরি।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top