আফগানিস্তানের প্রধান নির্বাচক নুর-উল-হক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ০৩:২১

আফগানিস্তানের প্রধান নির্বাচক নুর-উল-হক

আফগানিস্তানের সাবেক মিডল অর্ডার ব্যাটার নুর-উল-হক মালিকজাইকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সোমবার (২১ ফেব্রুয়ারি) এসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে এ খবর।

গত তিন মাস ধরে নুর-উল-হক অন্তর্বর্তীকালীন মেয়াদে আফগানিস্তানের নির্বাচকের দায়িত্ব পালন করলেও এবার তাকে পূর্ণাঙ্গ মেয়াদেই দায়িত্ব দিয়ে দেওয়া হলো। মাত্র ২৯ বছর বয়সেই জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন তিনি।

এ গুরুদায়িত্ব পাওয়ার পর নুর-উল-হক বলেছেন, ‘আমাদের সামনে ব্যস্ত ২০২২ সাল রয়েছে। যেখানে শুধু স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলোও বাস্তবায়ন করতে হবে আমাদের। আমাদের দেশে অনেক প্রতিভা রয়েছে। তাদের যথাযথ সুযোগ দিতে হবে এখন।’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top