হোয়াইটওয়াশ নিয়ে ভাবছেন না অধিনায়ক তামিম
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২২, ০৪:১৫
আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বুধবার (২৩ ফেব্রুয়ারি) থেকে। বিশ্বকাপ সুপার লিগের এই সিরিজে দুই ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলে সবার ওপরে উঠে যাবে বাংলাদেশ। আর তিন ম্যাচ জিতলে আইসিসি র্যাংকিংয়ে উঠবে ছয় নম্বরে।
তবে এখনই সেদিকে নজর দিতে রাজি নন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সিরিজ জেতা কিংবা হোয়াইটওয়াশ করার দিকে না তাকিয়ে প্রথাগত ম্যাচ বাই ম্যাচ এগুনোর পরিকল্পনার কথাই শোনা গেলো টাইগার অধিনায়কের মুখে।
ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘৩-০তে জেতার বিষয়ে বলবো, আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা আগামীকাল শুরুটা কেমন করি। ৩-০ অনেক দূরের ব্যাপার। আমরা কালকের ম্যাচটা কেমন শুরু করি, কেমন ফিনিশ করি সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’
তবে প্রথম দুই ম্যাচ জিতে গেলে তখন হোয়াইটওয়াশের চিন্তাই থাকবে মাথায়- তা জানাতেও ভোলেননি দেশসেরা এ ওপেনার। আর সে লক্ষ্য ছোঁয়ার জন্যই মূলত ম্যাচ বাই ম্যাচ ধাপে এগুনোর কথা বললেন তামিম। তাই দূরেরটা চিন্তা করতে চান না তিনি।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।