অসাধ্যকে সাধ্য করলো আফিফ-মিরাজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২২, ০৮:০৮

অসাধ্যকে সাধ্য করলো আফিফ-মিরাজ

আফগানিস্তানের দেয়া ২১৬ রান তাড়া করতে নেমে ৪৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। এই পরিস্থিতি থেকে দলকে জয়ের পথ দেখিয়েছেন আফিফ-মিরাজ জুটি। বাইশ গজে গড়েছেন রেকর্ড। সপ্তম উইকেট জুটিতে ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিনের ১২৭ রানের পার্টনারশিপ টপকে এখন সর্বোচ্চ ১৭৩ রানের জুটিটা মিরাজ-আফিফের। জিতিয়েছেন দলকেও। বাংলাদেশ জয় পায় ৭ বল হাতে রেখেই।

সপ্তম উইকেটে এই জুটি গড়ার পথে অবশ্য নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের স্বাদ পেয়েছেন আফিফ হোসেন। মিরাজ তুলে নেন দ্বিতীয় অর্ধশতক।

এর আগে ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই পড়ে বিপাকে। ইনিংসের তৃতীয় ওভারে ফজলহক ফারুকির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। এর এক বল পর তামিমও ফেরেন তার শিকার হয়েই।

এক ওভার পর আবারও আক্রমণে আসেন ফারুকি। এবার তুলে নিলেন মুশফিককে। আম্পায়ার শুরুতে আউট দিলেও এরপর রিভিউ নেয় বাংলাদেশ। সেই রিভিউতেও অবশ্য মুশফিকের ভাগ্য বদলায়নি। উলটো বাংলাদেশ রিভিউ হারিয়েছে একটা। সেই ওভারের শেষ বলে দারুণ এক বলে তিনি শিকার করেন অভিষিক্ত ইয়াসির আলীকে।

কিছুক্ষণ পর সাকিব আল হাসানও ফেরেন মুজিব উর রহমানকে কাট করতে গিয়ে বোল্ড হয়ে। এরপর মাহমুদউল্লাহ বিদায় নেন রশিদ খানের বিদায় হয়ে।

এরপরই শুরু আফিফ-মিরাজের প্রতিরোধের। আস্কিং রেটটা চারের আশেপাশে ছিল। উইকেট ধরে রাখার পাশাপাশি এখানেও ভালো মনোযোগ ছিল দুজনের। ম্যাচ জয়ে আফিফ ৯৩ ও মিরাজ ৮১ রানে অপরাজিত ছিলেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top