টাইগারদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২২, ০১:৩৬
আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে উঠেছে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটে এই সম্মানজনক ও শক্তিশালী অবস্থানে উঠে আসায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) এক অভিনন্দনবার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে ওঠার মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে অত্যন্ত গৌরবময় অবস্থানে পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক পৃষ্ঠপোষকতায় ক্রিকেটসহ দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশের ক্রীড়াঙ্গন। ক্রিকেট, ফুটবল, আরচারিসহ সকল খেলাতে জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জিত হচ্ছে। আইসিসির এ স্বীকৃতি এর প্রকৃষ্ট দৃষ্টান্ত। আমরা ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সার্বিক সাফল্য কামনা করছি।’
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।