বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান নিগার
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২২, ০০:৩৮
তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা জৈতির নেতৃত্বে টাইগ্রেসরা মুখিয়ে আছে বিশ্বকাপের মঞ্চে নামার জন্য।
আগামী ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। তার আগে সোমবার, ২৮ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে টাইগ্রেসরা।
প্রথমবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে গেলেও টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা যেন ভয়ডরহীন। প্রতিপক্ষদের আগেই ধারণা দিয়ে দিলেন নিজেদের শক্তি সম্পর্কে।
নিগারের মতে বাংলাদেশকে এগিয়ে রাখবে দলের বোলাররা। জাহানারা আলম, সুরাইয়া আজমিন, নাহিদা আক্তার, রুমানা আহমেদ, সানজিদা আক্তার মেঘলাদের সাম্প্রতিক পারফরম্যান্স যদি বিশ্বকাপেও দেখাতে পারে তবে দারুণ কিছু হবে বলে বিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক।
‘আমাদের ভালো বোলিং ও ব্যাটিং ইউনিট আছে। কিন্তু আমার মনে হয় সবাই জানে আমাদের বোলিং ইউনিট বেশি ভালো। আমরা আমাদের শক্তির জায়গাটা কাজে লাগিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করব।’ সব ছাপিয়ে নিগারের চাওয়া বিশ্বকাপটা স্মরণীয় করে রাখার।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।