বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পাকিস্তানকে টপকে ছয়ে উঠার সুযোগ টাইগারদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২২, ০১:০৯

পাকিস্তানকে টপকে ছয়ে উঠার সুযোগ টাইগারদের

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের পাশাপাশি প্রথম দল হিসেবে আইসিসি সুপার লিগে ১০০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সিরিজের শেষ ম্যাচ জিতলে পাকিস্তানকে টপকে র‌্যাংকিয়ে ছয়ে উঠে যাবে বাংলাদেশ।

এছাড়া সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে আফগানদের বিপক্ষে জয় পেলে নিজেদের ১৪তম হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে তামিম-সাকিবরা।

শেষ আপডেট অনুযায়ী, দ্বিতীয় ম্যাচ জেতার পর পাকিস্তানের সমান ৯৩ রেটিং পয়েন্ট রয়েছে টাইগারদের। তৃতীয় ম্যাচটিতে জিতলে বাংলাদেশের ঝুলিতে যোগ হবে আরও এক রেটিং পয়েন্ট। তখন পাকিস্তানকে সাতে পাঠিয়ে ছয় নম্বরে উঠে যাবে তামিম ইকবালের দল।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top