প্রথম টি-২০ তে আজ মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২২, ০২:০৯
আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টি-২০ সিরিজ। এ ফরম্যাটে আইসিসির র্যাংকিং, এমনকি অভ্যস্ততার দিক থেকেও বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানরা। ক্রিকেটের ক্ষুদে ফরম্যাটে ছয়বারের সাক্ষাতে বাংলাদেশকে চারবার হারিয়েছে তারা। সিরিজে তাই বড় চাপে থাকবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
তার পরও ঘরের মাঠে জয়ে সিরিজ শুরুর আশাই করছেন বাংলাদেশ অধিনায়ক। টি-২০তে টানা আট ম্যাচে হারের বৃত্ত ভাঙার লক্ষ্যেই বৃহস্পতিবার (৩ মার্চ) মাঠে নামবে বাংলাদেশ দল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। সিরিজে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবেন তিন আফগান স্পিনার। রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমানের ১২ ওভার ম্যাচের গতিপথ ঠিক করে দেবে। ব্যাটিংয়ে তাই তাদেরকে সামলে লড়াকু পুঁজি গড়াই মাহমুদউল্লাহদের মূল টার্গেট হবে।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।