বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২২, ০২:৪৭

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন মুশফিক

বুধবার (২ মার্চ) ডান হাতের আঙুলে পাওয়া চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

ম্যাচের দিন বৃহস্পতিবার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, ‘বুধবার মুশফিকের ডান হাতের বুড়ো আঙুলে বল লাগার পর আমরা একটি এক্স-রে করাই। এক্স-রে রিপোর্টে খারাপ কিছু আসেনি, এক্স-রে নরমালই এসেছে। কিন্তু একটু সোয়েলিং আছে। এজন্য আমরা তাকে অবজারবেশনে রেখেছি। প্রথম ম্যাচে খেলা হচ্ছে না। শুক্রবার অনুশীলন পর আমরা ওর সম্পর্কে পুরোপুরি সিদ্ধান্ত জানাব।’

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top