প্রথম টি-টৈয়েন্টিতে পাত্তাই পায়নি আফগানরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২২, ০০:০১

প্রথম টি-টৈয়েন্টিতে পাত্তাই পায়নি আফগানরা

ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও দাপুটে শুরু বাংলাদেশ দলের। নাসুম আহমেদের ঘূর্ণিতে কুপোকাত আফগানরা। তার সঙ্গে যোগ দিলেন আরেক বাঁহাতি সাকিব আল হাসান। দুই স্পিনারের স্পিন জাদুতে ৬১ রানের বড় জয় পায় বাংলাদেশ।

দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে লিটন দাসের অর্ধশতকের উপর ভর করে স্কোর বোর্ডে ১৫৫ রানের পুঁজি পায় বাংলাদেশ। এরপর চার বাঁহাতি বোলার, নাসুম, সাকিব, শরিফুল আর মুস্তাফিজের বোলিং তোপে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ৬১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।

বাংলাদেশেরে ইনিংসে মাত্র ৩৪ বলে ৩টি চার ও ২টি ছয়ের মারে ফিফটি পূর্ণ করেন লিটন। ফারুকির দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৪৪ বলে ৬০ রান করেন তিনি। আফগানিস্তানের হয়ে ফারুকি ও আজমতউল্লাহ ২টি করে উইকেট নেন। টানা চার ওভারের স্পেলে ১০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নাসুম।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top