৪৯ বছরের পুরোনো রেকর্ডে জাদেজার নাম
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২২, ০১:৩৬
একই টেস্টে ব্যাটিংয়ে ন্যুনতম ১৫০ রান ও বোলিংয়ে অন্তত ৫ উইকেট নেওয়া বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হলেন জাদেজা। সবশেষ ১৯৭৩ সালে দেখা গেছে এমন কীর্তি। প্রায় ৪৯ বছর পর এই রেকর্ডে নিজের নাম তুললেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার জাদেজা।
জাদেজার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ১৭৫ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৮ উইকেটে ৫৭৪ রান তুলে নিজেদের ইনিংস ঘোষণা করেছিল ভারত। ১৭৫ রানের ইনিংস খেলার পর বল হাতে নিলেন ৪১ রানে ৫ উইকেট নেন জাদেজা। টেস্ট ক্রিকেটে একই ম্যাচে সবশেষ এমন কীর্তি দেখা গেছে প্রায় ৪৯ বছর আগে, ১৯৭৩ সালে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১ রানের ইনিংস খেলার পর একই ম্যাচে ৪৯ রানে ৫ উইকেট নেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মুশতাক মোহাম্মদ। তার আগে স্যার গ্যারি সোবার্স, পলি উমরিগার, ডেনিস অ্যাটকিনসন ও ভিনু মানকড় গড়েছেন এই কীর্তি।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: জাদেজা ravindra jadeja
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।