আন্তর্জাতিক ক্রিকেট থেকে ‘ব্রেক’ চান সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২২, ০১:১৮

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ‘ব্রেক’ চান সাকিব

তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকাগামী বিমান ধরবে বাংলাদেশ দল। এই সিরিজের দুই সংস্করণের দলেই নাম আছে অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে শেষ মুহূর্তে এসে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছেন তিনি।

রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে মোহামেডানের জার্সি উন্মোচন অনুষ্ঠানের পর ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার কথা সাকিবের। যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে সাকিব জানান, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি নিতে চান তিনি।

সাকিব বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বলতে হয়, আমি মানসিক ও শারীরিকভাবে যে অবস্থায় আছি, মনে হয় না আমার পক্ষে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব। আমি যদি একটা ব্রেক পাই, যদি ওই আগ্রহটা ফিরে পাই, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে। কারণ আফগানিস্তান সিরিজে আমার মনে হয়েছে আমি একজন প্যাসেঞ্জার। আমি যেটা হয়ে কখনই থাকতে চাই না।’

সাকিব আরও বলেন, ‘আমি আফগানিস্তান সিরিজ একদমই উপভোগ করতে পারিনি, পুরো সিরিজটাই– টি-টোয়েন্টি ও ওয়ানডে। আমি চেষ্টা করেছি, কিন্তু হয়নি। আমার মনে হয় না, এমন মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলাটা ঠিক হবে। আমি এ কথা জালাল ইউনুস ভাইয়ের সাথেও আলাপ করেছি। জালাল ভাই বলেছেন, দুই দিন উনিও চিন্তা করবেন। আমাকেও চিন্তা করার সময় দিয়েছেন।’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top