বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রাতে দেশে ফিরছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ০৪:৪২

রাতে দেশে ফিরছেন সাকিব

ব্যক্তিগত কাজে দুবাই সফর শেষে বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার।

এর আগে রবিবার রাতে দুবাইয়ের উদ্দেশে দেশত্যাগ করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তখন জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণের কথা। তবে পরে নিশ্চিত হওয়া গেছে একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনী কাজে দুবাই গিয়েছেন তিনি।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমে রীতিমতো বোমা ফাটিয়ে গেছেন সাকিব। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের দুই সিরিজের দলেই রাখা হলেও, তিনি জানান এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলার মানসিক অবস্থা নেই তার।

এনএফ৭১/এমএ/২০২২



বিষয়: সাকিব


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top