কিউইদের উড়িয়ে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ০০:২০
ওয়েলিংটনে নারী ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিক নিউজিল্যান্ডকে ১৪১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অসিরা।
রবিবার (১৩ মার্চ) অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাট করে এলিসা পেরির ফিফটি ও অ্যাশলে গার্ডনারের ঝড়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে অসিদের বোলিং তোপে ১২৮ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড।
এই জয়ের সুবাদে নারী ও পুরুষ ক্রিকেট মিলিয়ে বিশ্বের প্রথম দল হিসেবে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে ১০০ ওয়ানডে জয়ের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। কিউই নারীদের বিপক্ষে ১৩৩ ম্যাচ খেলে ১০০টিই জিতলো তারা, হেরেছে মাত্র ৩১টি।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ডারসি ব্রাউন। আমান্দা জেড ওয়েলিংটন ও অ্যাশলে গার্ডনারের শিকার ২টি করে উইকেট। ব্যাটিংয়ে ৬৮ রানের পর বল হাতেও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে এলিসা পেরি।
এসএএস/জেআইএম
বিষয়: অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড australia
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।