নারী ক্রিকেট বিশ্বকাপ - ২০২২

নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ২৩:৫৩

নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

সেডন পার্কে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তান নারী ক্রিকেট দলকে ৯ রানে হারিয়ে এই প্রথম বিশ্বকাপে কোনও ম্যাচ জিতেছে বাংলাদেশ। তাও প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়ে নিজেদের তৃতীয় ম্যাচেই প্রথম জয় পেয়ে গেলো টাইগ্রেসরা।

বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে শুরুটা বেশ ভালো করেছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৯১ রান যোগ করেন সিদ্রা আমিন ও নাহিদা খান।

ইনিংসের ৪২তম ওভারের শেষ বল থেকে ৪৪তম ওভারের শেষ বল পর্যন্ত ১৩ বলে ৫টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। ফলে ২ উইকেটে ১৮৩ থেকে ৭ উইকেটে ১৮৭ রানের দলে পরিণত হয় পাকিস্তান। তখনই প্রায় শেষ হয়ে যায় তাদের জয়ের সম্ভাবনা।

বল হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন। এছাড়া রুমানা ২, সালমা ১ ও জাহানারার শিকার ১টি করে উইকেট।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top