পিংকি, জ্যোতিরা পাকিস্তানকে হারিয়ে র্যাংকিংয়ে
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ০৪:১৯
সোমবার (১৪ মার্চ) পাকিস্তান নারী দলকে ৯ রানে হারিয়ে চলতি নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচেই প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। এ জয়ে বড় অবদান রেখে আইসিসি র্যাংকিংয়েও সুখবর পেয়েছেন ফারজানা হক পিংকি, নিগার সুলতানা জ্যোতিরা।
মঙ্গলবার (১৫ মার্চ) ঘোষণা করা হয়েছে নারী ক্রিকেটে ব্যাটিং, বোলিং বিভাগে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়। বিশ্বকাপে ব্যাক টু ব্যাক ফিফটি করে ব্যাটিং র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন ফারজানা পিংকি। বর্তমানে ক্যারিয়ার সর্বোচ্চ ৫৩১ রেটিং নিয়ে ২২ নম্বরে রয়েছেন তিনি। এছাড়া ৯ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে উঠেছেন নিগার সুলতানা জ্যোতি। সালমা খাতুন ৫ ধাপ এগিয়ে উঠেছেন ৬৯ নম্বরে।
বোলারদের র্যাংকিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে রয়েছেন সালমা খাতুন। তিনি ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০ নম্বরে। এছাড়া ২ ধাপ এগিয়ে রুমানা ৩২ নম্বরে উঠে এসেছেন। নিজের ৩৯তম অবস্থান ধরে রেখেছেন জাহানারা আলম। আর অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সেরা বিশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রুমানা আহমেদ। তিনি ১৯১ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ১৫ নম্বরে।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।