মিরাজও ম্যান অব দ্য ম্যাচ : তামিম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ০৩:৫২

মিরাজও ম্যান অব দ্য ম্যাচ : তামিম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৭৭ রান করে ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান। কিন্তু জয়ে বোলারদের অবদান যে কম ছিল না সেটি সন্দেহাতীত। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ; যার কথা না বললেই নয়। চার-চারটি উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের গল্প লিখে ফেললেন মিরাজ। তাইতো সাকিবের সঙ্গে মিরাজকেও ম্যাচসেরা মনে করছেন অধিনায়ক তামিম ইকবাল।

শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচশেষে জয়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে মিরাজের কৃতিত্বের কথা বলে ফেললেন তামিম।

তামিম বলেন, ‘আমি খুব খুশি যে আত্মবিশ্বাসটা তার মধ্যে আছে। এমন চাপের মধ্যে ডানহাতির সামনে ছোট বাউন্ডারিতে বোলিং করা, উইকেট এনে দেওয়া... আমার মতে, সেও আমার ম্যান অব দ্য ম্যাচ।’

অথচ মিরাজের পথচলাটা সহজ ছিল না। প্রথম তিন ওভারে দেন ২৫। চতুর্থ ওভারে এসে এক ছয় এক চার হজম করে দেন ১৩। চার ওভারে ৩৮ রান দেওয়া মিরাজকে যে কোনো অধিনায়কেরই বোলিংয়ে নিয়ে আসতে ভয় পাওয়ার কথা। তাই হয়তো মিরাজ আগ বাড়িয়েই চ্যালেঞ্জটা নিলেন। নিজেই তামিমকে গিয়ে বলেছেন তাকে বোলিং দিতে, ম্যাচের মোমেন্টাম পরিবর্তন করে দেবেন তিনি। তামিমও বিশ্বাস রাখলেন। আর পরের গল্পটা সবার জানা। বাকি ৫ ওভারে ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট। তার মধ্যে এক ওভারে জোড়া উইকেট ও কিলার মিলারের উইকেটও আছে।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top