• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ওয়ার্নকে শেষ শ্রদ্ধা জানাল পরিবার ও খেলোয়াররা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ২২:৩৩

ওয়ার্নকে শেষ শ্রদ্ধা জানাল পরিবার ও খেলোয়াররা

মেলবোর্নে সেন্ট কিল্ডা ফুটবল ক্লাবে রবিবার (২০ মার্চ) শেন ওয়ার্নের খুব কাছের কিছু বন্ধু ও পরিবারকে নিয়ে তার বিদায়ের অনুষ্ঠান পালন করা হয়েছে। ওয়ার্নের পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুরা মেলবোর্নে তার শেষ বিদায়ী অনুষ্ঠানে এসেছিলেন। তাদের মধ্যে দেখা গেছে ওয়াহ ব্রাদার্সকে, ছিলেন গ্লেন ম্যাকগ্রা, মার্ভ হিউজ ও ইয়ান হিলির মতো সাবেক খেলোয়াড়রা। এ ছাড়াও সেই অনুষ্ঠানে ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। প্রায় ৮০ জন ঘনিষ্ঠ ব্যক্তি ওয়ার্নের বিদায়ী অনুষ্ঠানে ছিলেন।

এদিকে পুরো অনুষ্ঠানের উপস্থাপনা করেন আমেরিকান গায়ক ম্যাগুয়ের। শুরুতে তিনি বলেছেন, 'ওয়ার্ন মানুষের জন্য খেলেছে। সে ছিল সুপারম্যান। বাচ্চা হিসেবে যা কিছু করার স্বপ্ন দেখেন, ওয়ার্ন সব করেছেন। সে হ্যাটট্রিক করেছে, ৭০০ উইকেট নিয়েছে। গ্যাটিংকে ওই বলটা করেছে।'

অস্ট্রেলিয়ার টিভি অনুষ্ঠানের কমেডি চরিত্র নিউম্যানও ছিলেন এই অনুষ্ঠানে। তিনি বলেছেন, 'শেন ওয়ার্নের পরিবার, কাছের বন্ধুদের দেখতে পারা দারুণ ব্যাপার...আমি জানি না তারা কীভাবে এটা করেছে, কিন্তু তারা নিজেদের একসঙ্গে করতে পেরেছে। এই পরিস্থিতিতে যেমন অন্ত্যেষ্টিক্রিয়া হওয়া দরকার ছিল, তেমনই হয়েছে। আমি আশা করি এমসিজে মানুষে ভর্তি থাকবে তাকে ট্রিবিউট জানাতে।'

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top