ওয়ন্ডারার্সে খেলার অনভিজ্ঞতাই কাল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ১১:০০
সেঞ্চুরিয়নে ঐতিহাসিক জয়ের পর একদিন না যেতেই ওয়ান্ডারার্সে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে বিব্রতকর ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হারে ৭ উইকেটে। সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক তামিম ইকবাল মনে করছেন ওয়ান্ডারার্সে খেলার অনভিজ্ঞতাই কাল হয়েছে বাংলাদেশের জন্য।
রোববার (২০ মার্চ) জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত এই মাঠে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তামিমের দল। ৩৪ রানে ৫ উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ-আফিফ (৬০) ও আফিফ-মিরাজের (৮২) জুটিতে কোনোমতে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান করে সফরকারীরা। রান তাড়া করতে নেমে ৭৬ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার একাদশে কাগিসো রাবাদা-লুঙ্গি এনগিডির মতো গতিময় পেসার থাকা স্বত্তেও বাংলাদেশ ব্যাটিং নেয়। তামিম জানালেন, ‘এখানে আমাদের ম্যাচ খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই। আমরা পরিসংখ্যানের ওপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত নিয়েছি এবং পরিসংখ্যান দেখেই শুরুতে ব্যাটিং নিয়েছি।’
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: ক্রিকেট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।