আইপিএল খেলায় বিসিবির অনুমতি পাননি তাসকিন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ০৪:২৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল লখনউ সুপার জায়ান্টের পক্ষ থেকে তাসকিনকে নেওয়ার আগ্রহ জানানো হয়। কিন্তু তাকে আইপিএল খেলার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সোমবার (২১ মার্চ) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
রাজধানীর বনানীতে সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তাসকিন তাদের জানিয়ে দিয়েছে সে খেলবে না, যেতে পারছে না। সে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের হয়ে খেলবে।’
তাসকিনকে ছাড়পত্র না দেওয়ার ব্যাখ্যায় জালাল ইউনুস বলেন, ‘আপনারা জানেন যে লখনউ দল তাকে চেয়েছিল। সেটা বিসিসিআই আমাদেরকে জানিয়েছিল। কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকায় আমাদের দুটো টেস্ট আছে একটা ওয়ানডে আছে, তো আমরা চাইব না যে এই সিরিজ বাদ দিয়ে সে এখন আইপিএলে যাক।’
সঙ্গে যোগ করেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, ‘জাতীয় দলের দায়বদ্ধতা অবশ্যই এক নম্বর। এর সাথে কোন কিছুর কম্পেয়ার হয় না। সুতরাং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তাকে বলেছি, এই সিরিজটা চালিয়ে যেতে। এবং সে এই সিরিজটা চালিয়ে যাবে।’
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: আইপিএল তাসকিন আহমেদ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।