সাকিব দেশে ফিরছেন না

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ০৬:৪৬

সাকিব দেশে ফিরছেন না

মা, ছেলে ও মেজো মেয়ে অসুস্থতার কারণে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, সাকিব দেশে ফিরে যাচ্ছেন না। তৃতীয় ওয়ানডে খেলে দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

এদিকে দেশে স্থানীয় সাংবাদিকদের ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, সোমবার দক্ষিণ আফ্রিকা সময় সন্ধ্যা ৬টায় সাকিব দেশের বিমান ধরবেন।

সাকিব আল হাসানের মা, ছেলে ও মেজো মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তাদের পাশে থাকতে সাকিবের দেশে ফেরা কিংবা দক্ষিণ আফ্রিকায় থাকা দুটোই নির্ভর করেছিল তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার অগ্রগতির ওপর। বিসিবি থেকে সব ধরণের সহযোগিতা পেয়েছেন তিনি।

গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় খালেদ মাহমুদ বলেছেন, ‘সাকিবের একটা মেডিকেল ইমার্জেন্সি আছে। ওর বাসায়, ফ্যামিলিতে অনেকে অসুস্থ। যার জন্য একটু দ্বিধা তো আছেই মনে। বারবার হয়তো ঢাকা থেকে কথা হচ্ছে ওর যাওয়া-আসার ব্যাপারটা নিয়ে। টিকিট প্রায়ই বুক করতে হচ্ছে ওর জন্য। সোমবার (২১ মার্চ) চলে যাওয়ার কথা ছিল, ব্যাকপ্যাকও হচ্ছিল চলে যাবে আজকে। কিন্তু সাকিবই টার্নডাউন করছে। ও যাবে না, খেলেই যাবে। হি ইজ প্লেয়িং।’

তিনি আরও বলেন, ‘যাওয়ার কথা ছিল সত্য কথা, বিসিবি থেকে জালাল ভাই বলেও দিয়েছেন হয়তোবা, ও চলে যাবে। তার কিছুক্ষণ পর সাকিব সিদ্ধান্ত নিয়েছে ও খেলেই যাবে। এখন সাকিব যাচ্ছে না। তৃতীয় ওয়ানডে খেলেই আমরা পরে চিন্তা করবো।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top