আপনার খেলা সম্পর্কে আইডিয়াটা কম, সাংবাদিককে সাকিব
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ০০:১৭
দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বেশ বড়সড় অবদান তাসকিন আহমেদের। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছেন এই পেসার।
তবে প্রশ্ন উঠেছে বিদেশে ভালো করলেন কেন ঘরের মাঠে এখনো সুবিধা করতে পারছেন না পেসাররা? মিরপুরে কেন আলো ছড়াতে পারছেন না তাসকিন-মুস্তাফিজরা? এমন প্রশ্নে রীতিমতো মেজাজ হারালেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। উল্টো প্রশ্নকর্তার ক্রিকেট জ্ঞানকে প্রশ্নবিদ্ধ করলেন। পরিসংখ্যান তুলে ধরে উত্তর দিলেন সাকিব।
পারিবারিক কারণে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরা সাকিব বললেন, ‘হোমে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট সম্ভবত মুস্তাফিজের। এরকম একজন বোলার আছে। তাসকিন ভালো করছে, শরিফুল ভালো করছে, সাইফউদ্দিন যখন খেলেছে ভালো করেছে। যে যখন সুযোগ পেয়েছে সবাই ভালো বোলিং করছে। জানি না আপনি কোন জায়গা থেকে এটা বলেছেন। গত সিরিজেও তো স্পিনারদের চেয়ে পেসাররা বেশি উইকেট পেয়েছে।’
সঙ্গে যোগ করেন সাকিব, ‘আমার ধারণা আপনি বোধহয় পরিসংখ্যান দেখেন না কিংবা জানেনও না কী হয় খেলায়। খেলা সম্পর্কে আইডিয়াটাও একটু কম আছে। আপনি পেস বোলারদের পরিসংখ্যান দেখেন তারপর এটা নিয়ে বলতে আইসেন। দেশের মাটিতে গত ১, ২, ৩ বছরে আমাদের পেস বোলাররা কত ভালো করেছে।’
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: দক্ষিণ আফ্রিকা সাকিব
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।