দীর্ঘ ৬ বছর পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ০৩:৪৯

দীর্ঘ ৬ বছর পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

২০১৬ সালের পর এবার শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। চলতি বছরের জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে দলটি। ফলে ছয় বছর পর আবার দ্বীপরাষ্ট্রটিতে সফর করবে প্যাট কামিন্স-অ্যারন ফিঞ্চরা।

নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে অজি ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী জুন মাসে শ্রীলঙ্কায় প্রায় দেড় মাসের সফরের জন্য যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া। এই সফরে দুটি টেস্ট খেলার পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি এবং পাঁচটি ওয়ানডে খেলবে দুই দল।

টেস্ট দুটি অনুষ্ঠিত হবে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এ ছাড়াও টি-টোয়েন্টি সিরিজ হবে কলোম্বো এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ক্যান্ডিতে।

উল্লেখ্য, ২০১৬ সালে সবশেষ শ্রীলঙ্কা সফরে গিয়ে নাস্তানাবুদ হতে হয়েছিল সফরকারী অস্ট্রেলিয়াকে। সেবার টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিল অজিরা।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top