বাংলাদেশকে ১০০ রানে হারালো ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ০০:২০
হার দিয়েই বিশ্বকাপটা শেষ হলো বাংলাদেশের। বোলারদের নৈপুণ্যে ইংল্যান্ডকে শুরুতে চেপে ধরলেও সময় গড়াতে সে চাপটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ইংল্যান্ড করেছে ২৩৪ রান। এরপর ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হেরেছে ১০০ রানের বিশাল ব্যবধানে। তাতে প্রথমবারের মতো বিশ্বকাপে গিয়ে শেষটা রাঙানো হলো না নিগার সুলতানার দলের।
রবিবার (২৭ মার্চ) টসভাগ্যটা সঙ্গ দেয়নি বাংলাদেশকে। ইংলিশ অধিনায়ক হিদার নাইট টসে জিতে নেন ব্যাট করার সিদ্ধান্ত। ইংল্যান্ড সংগ্রহ করে ২৩৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় অনেকটা টেস্ট মেজাজে। দুই ওপেনার শামিমা সুলতানা আর শারমিন আক্তার ৪২ রান তুলতে খেলেন ১৭ ওভার। সেই যে আস্কিং রেট বেড়েছে বাংলাদেশের, এরপর থেকে তা আর কমেনি একটুও। ১০৪ বল দীর্ঘ ওপেনিং জুটি শেষ হওয়ার পর বাংলাদেশ উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে।
দলীয় ৪২ রানে ৫০ বলে ২৩ রান করা শারমিন বিদায় নেন। এর কিছু পর ২৩ রান করে বিদায় নেন শারমিনের ওপেনিং সঙ্গী শামিমাও। এরপর অধিনায়ক নিগার সুলতানা ২২, লতা মণ্ডল ৩০ করেন। তবে তা কেবল ব্যবধানই কমিয়েছে বাংলাদেশের হারের। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে বাংলাদেশ শেষমেশ অলআউট হয় ৪৮তম ওভারে। ১৩৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফলে ইংল্যান্ড জেতে ১০০ রানে। এর ফলে প্রথম বিশ্বকাপে যাত্রার শেষটা রঙিন হলো বাংলাদেশের।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।