নিশ্চিত হারের মুখে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ০১:০৫
সেন্ট জর্জ টেস্টের মাত্র তৃতীয় দিনেই নিশ্চিত হার দেখছে ইংল্যান্ড। তিন দিন শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সামনে কেবল ১০ রানের লিড নিতে পেরেছে ইংল্যান্ড। আর উইকেট বাকি আছে কেবল ২টি। তাই ইংল্যান্ডের পরাজয় যে নিশ্চিত তা বলাই যায় এখন।
প্রথম ইনিংসে ইংলিশদের করা ২০৪ রানের জবাবে তৃতীয় দিন শুরুতে ২৯৭ রান করে অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জশুয়া ডা সিলভা একাই করেন অপরাতজিত ১০০ রান। ৯৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১০১ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে ইংলিশরা। ১০৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে তারা।
অ্যাসেজের ব্যর্থতা থেকে মাথা তুলে দাঁড়ানোর উদ্দেশ্যেই মূলতঃ নতুন চেহারার টেস্ট দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে খেলতে নামে ইংল্যান্ড। যদিও বোঝা যাচ্ছে, ধাক্কা সহজে সামলে ওঠার নয়। ক্যারিবীয়দের বিরুদ্ধে সিরিজের প্রথম দু'টি টেস্ট ড্র করতে সক্ষম হলেও তৃতীয় টেস্টে নিশ্চিত হারের মুখে ইংলিশরা।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ইংল্যান্ড সেন্ট জর্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।