বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্বে উমর গুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২২, ০২:৫৭

আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্বে উমর গুল

আফগানিস্তান ক্রিকেট দলের নতুন বোলিং কোচ এবং উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন উমর গুল। ৩৭ বছর বয়সী পাকিস্তানের এই সাবেক গতিতারকা নিজেই নিশ্চিত করেছেন এই খবর।

গুল ‘ক্রিকেট পাকিস্তান’কে জানিয়েছেন, আগামী ৪ এপ্রিল থেকে আবুধাবিতে আফগানিস্তান ক্রিকেট দলের ট্রেনিং ক্যাম্পে যোগ দেবেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ৪২৭ উইকেটের মালিক সাবেক ডানহাতি এই পেসারের সঙ্গে আপাতত তিন সপ্তাহের চুক্তি হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের। পরে তার চুক্তির মেয়াদ বাড়ানোরও সম্ভাবনা রয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত গুল বলেন, ‘পিএসএল, কেপিএল, এলপিএল এবং ঘরোয়া ক্রিকেটে কোচিং করানোর পর আন্তর্জাতিক কোনো দলের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আমার অভিজ্ঞতা দিয়ে আফগানিস্তানের বোলারদের সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব।’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top