বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আইপিএলের প্রথম ম্যাচেই চেনা রূপে ফিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২, ২২:৫৩

আইপিএলের প্রথম ম্যাচেই চেনা রূপে ফিজ

নতুন দল। নতুন আসর। আইপিএলে এবার মোস্তাফিজুর রহমানের ঠিকানা দিল্লি ক্যাপিটালস। শনিবার (২ এপ্রিল) দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামেন বাঁহাতি এই পেসার, শুরুটা দুর্দান্তই হয়েছে তার। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে দলের সেরা বোলিং পারফরম্যান্স ফিজের।

শুভমান গিলের ৪৬ বলে ৬ বাউন্ডারি আর ৪ ছক্কায় ৮৪ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে গুজরাট। তবে দিল্লি সংগ্রহ করে ১৫৭ রানে। ম্যাচ হারে ১৪ রানে।

প্রথম দুই বলে মোস্তাফিজ দেন ১ রান করে। তৃতীয় ডেলিভারিতেই পান উইকেটের দেখা। অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডকে বোকা বানান মোস্তাফিজ দারুণ এক ডেলিভারিতে। ষষ্ঠ ওভারে এসে উইকেট না পেলেও মাত্র ৪ রান খরচ করেন কাটার মাস্টার। এরপর ডেথ ওভারে মোস্তাফিজকে আনেন পান্ত। ১৭তম ওভারে ফিজ দেন ৯ রান। দুই ওভার বিরতি দিয়ে ২০তম ওভারটিতে দ্বিতীয় বলেই উইকেট। এক্সট্রা কভারে মারতে গিয়ে বল আকাশে তুলে দেন রাহুল তেয়াতিয়া (১৩)। তার পরের দুই বলে এক করে দুই রান।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top