শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

লজ্জার হারের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২, ০২:৩৭

লজ্জার হারের অপেক্ষায় বাংলাদেশ

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর বলেছিলেন, মুশফিকুর রহিম অভিজ্ঞ ক্রিকেটার, তার কাছে সবার প্রত্যাশাও বেশি। সেই প্রত্যাশা পঞ্চম দিনে মাত্র পাঁচ বল পর্যন্ত গেলো টাইগার সমর্থকদের।

দিনের প্রথম ওভারেই দলকে বিপর্যয়ে রেখে শূন্য করে ফিরলেন মুশফিক। কেশভ মহারাজের ডেলিভারি প্যাডে লাগলে আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। মুশফিক রিভিউ নিয়েছিলেন। কিন্তু দেখা যায়, বল পরিষ্কার উইকেটে আঘাত হেনেছে।

তারপর লিটন দাসও আত্মঘাতী শট খেলে বসেন। মহারাজকে তুলে মারতে গিয়ে মিডঅনে ক্যাচ তুলে দেন উইকেটরক্ষক এই ব্যাটার (২)। তাতে বাংলাদেশ পড়েছে মহাবিপর্যয়ে। ১৬ রান তুলতেই হারিয়ে বসেছে ৫ উইকেট।

লিটনের পর রাব্বিও টেকেননি বেশিক্ষণ মহারাজের বলে মাত্র ৪ রান করে বোল্ড হন তিনি। রাব্বির পর মিরাজ কোনও রানের খাতা না খুলেই আউট হন হার্মারের বলে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৫ রান।

এনএফ৭১/এমএ/২০২২

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top