‘দ্য হান্ড্রেডে’ দল পেলেন না সাকিব
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২, ২৩:৫৯
আইপিএল নিলামে দল পাননি সাকিব আল হাসান। এ নিয়ে আলোচনা কম হয়নি। এবার সময়ের সেরা এই অলরাউন্ডার অবিক্রীত রয়ে গেলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এও। তবে সাকিব উপেক্ষিতদের দলে একা নন। পাকিস্তান অধিনায়ক বাবর আজম, ডেভিড ওয়ার্নারদের মতো তারকারাও দল পাননি ড্রাফটে।
সোমবার (৪ এপ্রিল) এই টুর্নামেন্টের ড্রাফট আয়োজিত হয়। পরদিন মঙ্গলবার প্রকাশিত হয় দল পাওয়া খেলোয়ারদের তালিকা। এই তালিকায় নাম ছিল না সাকিবের। টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন তিনি। দেশসেরা এই অলরাউন্ডারের এমন নিয়তি অবশ্য নতুন নয়। সাকিব দ্য হান্ড্রেডের এর আগের দুই ড্রাফটেও দল পাননি। করোনাভাইরাসের কারণে অবশ্য প্রথমবার ড্রাফট হওয়ার পরও মাঠে গড়ায়নি এই টুর্নামেন্টটি।
সাকিব অবশ্য একা নন। বাংলাদেশ থেকে আরও আট ক্রিকেটার নাম দিয়েছিলেন দ্য হান্ড্রেডের ড্রাফটে। দল পাননি কেউই। সেই আট ক্রিকেটার হলেন- তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, আফিফ হোসেন, সাব্বির রহমান ও সৌম্য সরকার।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: সাকিব আল হাসান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।