করোনার সকল বিধিনিষেধ বাতিল করছে পিসিবি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২, ০০:৫৬

করোনার সকল বিধিনিষেধ বাতিল করছে পিসিবি

ঘরের মাঠে আসন্ন সিরিজগুলোর জন্য করোনামুক্ত পলিসি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই শুরু হতে চলেছে। খবরটি জানাচ্ছে ক্রিকেটপাকিস্তানডটকম।

পিসিবির সূত্র অনুযায়ী, খেলোয়াড় ও কোচিং স্টাফদের এখন থেকে আর জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে না। তারা নিজেদের মধ্যে কথাবার্তা ও যোগাযোগ করতে হবে। পাশাপাশি স্বাভাবিক সময়ের মতো পরিবেশ তৈরি করেই ক্রিকেট খেলা হবে।

এ বিষয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছেও আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে পিসিবি। যেনো করোনামুক্ত পরিস্থিতিতে সিরিজ আয়োজন করা যায়। এই প্রস্তাবিত পরিকল্পনায় পাকিস্তানে নামার পর এবং প্রতিদিনের রুটিন করোনা টেস্ট অন্তর্ভুক্ত থাকবে না।

তবে কোনো খেলোয়াড় বা সদস্যের মধ্যে কোনো রকমের উপসর্গ দেখা গেলে তখন পরীক্ষা করা হবে। কেউ যদি করোনা পজিটিভ শনাক্ত হন, তাহলে তাকে পাঁচদিনের জন্য আইসোলেশনে রাখা হবে। এই একই নিয়ম কার্যকর হবে পাকিস্তানের সব আন্তর্জাতিক সিরিজ ও ঘরোয়া টুর্নামেন্টে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top