দিল্লিকে জেতাতে পারলেন না মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২, ২৩:১৬
শেষ ৪ ওভারে লখনৌ সুপার জায়ান্টসের দরকার ২৮ রান, হাতে তখনও ৭ উইকেট। দিল্লি ক্যাপিটালসের হার বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে তখনই। এমন সময়ে মোস্তাফিজুর রহমান দ্বিতীয় স্পেলে এসে আশা জাগালেন। ১৭তম ওভারে দিলেন মাত্র ৪ রান। কিন্তু নিজের পরের ওভারে আর চাপটা ধরে রাখতে পারেননি ফিজ। একটি ছক্কা হজম করে বসেন, দিয়ে দেন ১৪।
লখনৌর লক্ষ্য ছিল ১৫০ রানের। গত ম্যাচের মতো এবারও মোস্তাফিজকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত। টাইগার পেসার শুরুটা ভালোই করেন। প্রথম ওভারে দেন মাত্র ৫ রান। ষষ্ঠ ওভারে ফের মোস্তাফিজকে ডাকেন পান্ত। এবার আরও ভালো বল করেন কাটার মাস্টার। পাওয়ার প্লের শেষ ওভারে একটি ওয়াইডসহ মাত্র ৩ রান খরচ করেন তিনি।
এরপর মোস্তাফিজ দ্বিতীয় স্পেল যখন করতে আসেন, ম্যাচ তখন অনেকটাই হাত থেকে ছুটে গেছে দিল্লির। এবারও কিছুটা আশা তৈরি করেন এই বাঁহাতি পেসার। ১৭তম ওভারে দেন মাত্র ৪ রান। কিন্তু ১৯তম ওভারে ১৪ রান খরচ হয়ে যায় ফিজের। সবমিলিয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে টাইগার পেসার ছিলেন উইকেটশূন্য। আগের ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।