শেষ ২ বলে ছয় মেরে গুজরাটকে জেতালেন তেওয়াটিয়া
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২, ২২:৪৯
টানা দুই ম্যাচ জিতে হ্যাট্রিক জয়টা বেশ কঠিন ছিল গুজরাটের। পাঞ্জাবের বিপক্ষে জিততে তাদের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৯ রান। শেষ দুই বলে যা এসে ঠেকল ১২ রানে। শেষ দুই বলে দুই ছক্কা মেরে সেই অসাধ্যটাই সাধন করেছেন রাহুল তেওয়াটিয়া। পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে জয়ের হ্যাটট্রিকটাও তুলে নিয়েছে তার দল গুজরাট টাইটান্স।
শুক্রবার (৮ এপ্রিল) টস জিতে ফিল্ডিং নিয়ে গুজরাট শুরুতেই চেপে ধরেছিল, মায়াঙ্ক আগারওয়াল আর জনি বেয়ারস্টোকে ফিরিয়ে দিয়েছিল শুরুতেই। তবে এরপরই তৃতীয় উইকেটে জুটি গড়েন লিয়াম লিভিংস্টোন এবং শিখর ধাওয়ান। তবে শেষজন অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ৫২ রান যোগ করে ফেরেন ধাওয়ান।
তবে অন্য পাশে লিভিংস্টোনের দাপট অব্যহত ছিল। শেষ পর্যন্ত সাতটি চার এবং চারটি ছক্কার সাহায্যে ২৭ বলে ৬৪ রান করে ফিরে যান তিনি। শেষ দিকে রাহুল চাহারের অপরাজিত ২২-ও ভর করে পাঞ্জাব শেষমেশ তোলে ১৮৯ রান।
জবাব দিতে নেমে ম্যাথু ওয়েডকে শুরুতেই হারায় গুজরাট। তবে শুভমন গিল ও আইপিএলে অভিষিক্ত হওয়া সাই সুদর্শন।৩০ বলে ৩৫ রান করে দলীয় ১৩৩ রানে বিদায় নেন সুদর্শন।
এরপর বিদায়ের পালা আসে ৫৯ বলে ৯৬ রানের ইনিংস খেলা শুভমনের দলীয় ১৭০ রানে যখন ফিরছেন, তখনও ৭ বলে গুজরাটের দরকার ছিল ১৯ রান। তবে শেষ দুই বলে দুই ছক্কা, আর তেওয়াটিয়ার শেষ ওভারের দাপটে জয়টা এসে ধরা দেয় গুজরাটের হাতে। তাতে এই নিয়ে চলতি মৌসুমে খেলতে এসেই টানা তৃতীয় ম্যাচটাও জিতে নেয় দলটি।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।