সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ২৩:০৪

সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা

আইসিসি চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা রয়েছে ৮ মে। চট্টগ্রামে প্রথম টেস্ট ও ঢাকায় দ্বিতীয় ম্যাচ হবে।

স্বাধীন হওয়ার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। স্বভাবতই এই প্রভাব পড়তে পারে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও। এরই মধ্যে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলকে অভ্যর্থনা দিতে পারবে না বলে জানিয়েছে শ্রীলঙ্কা। তবে মে মাসে জাতীয় দলের সফর নিয়ে আশাবাদী বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী আইসিসি সভার বৈঠক শেষে দেশে ফিরে জানিয়েছেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জাতীয় দলের সফর নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) মিরপুরে তিনি বলেছেন, ‘জাতীয় দলের সিরিজ নিয়ে তাদের সাথে যে কথা হয়েছে, তাতে ওরা খেলতে আসবে। সূচি অনুযায়ীই তারা বাংলাদেশ সফর করবে। এসএলসি বাংলাদেশ সফর করার বিষয়ে এখন পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ।’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top