খেলোয়াড়দের নজর রাখতে ‘স্ত্রীকে সঙ্গে পাঠায়’ পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২, ০৯:৪৮

খেলোয়াড়দের নজর রাখতে ‘স্ত্রীকে সঙ্গে পাঠায়’ পাকিস্তান

ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক দূরত্ব প্রায়শই চলে আসে খেলাধুলার ময়দানে। বিশেষ করে দুই দলের ক্রিকেট ম্যাচ মানে যেন অন্যরকম এক যুদ্ধ। তবে গত এক দশক ধরে বহুজাতিক টুর্নামেন্ট ছাড়া আর এই যুদ্ধের দেখা মেলে না।

সবশেষ ২০১২ সালে ভারত সফরে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। এরপর আর দুই দল কোনো দ্বিপাক্ষিক লড়াইয়ে মুখোমুখি হয়নি। প্রায় দশ বছর আগের সেই সফরে বিতর্ক বা নেতিবাচক যেকোনো ঘটনা এড়াতে খেলোয়াড়দের সঙ্গে তাদের স্ত্রীকেও ভারতে পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সেই সফরের সময় পিসিবির চেয়ারম্যান ছিলেন জাকা আশরাফ। সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সফর সম্পর্কে বলতে গিয়ে নানান নতুন তথ্য দেন তিনি। যেখানে ছিল খেলোয়াড়দের সঙ্গে তাদের স্ত্রীদেরও ভারতে পাঠানোর কারণ।

জাকা আশরাফ বলেন, ‘আমার দায়িত্বকালে যখন জাতীয় দল ভারত সফর করলো, তখন আমি বলেছিলাম স্ত্রীরাও খেলোয়াড়দের সঙ্গে যাবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যাতে কোনো রকমের বিতর্ক তৈরি না হয়। কারণ ভারতের মিডিয়া সবসময় পেছনে লেগে থাকবে।’

পাকিস্তানের খেলোয়াড়দের ওপর নজরদারির জন্যই যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিশ্চিত করে আশরাফ আরও বলেন, ‘খেলোয়াড়দের সঙ্গে তাদের স্ত্রীরা থাকা মানে তারা সবসময় নজরে থাকা।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top