টানা পঞ্চম পরাজয় মুম্বাইয়ের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২, ০১:২৯

টানা পঞ্চম পরাজয় মুম্বাইয়ের

আইপিএলের এবারের আসরে কোনো কিছুই যেন ঠিকভাবে হচ্ছে না পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের। আসরের একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত কোনো জয় পায়নি তারা। কিন্তু ভিন্ন দুইটি ম্যাচে জরিমানা ঠিকই গুনতে হলো আইপিএলের সফলতম দলটিকে।

বুধবার (১৩ এপ্রিল) রাতে নিজেদের পঞ্চম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ১২ রানে হেরেছে মুম্বাই। এই পঞ্চম পরাজয়ের ম্যাচে স্লো ওভার রেটের কারণে বড় জরিমানার মুখে পড়েছেন অধিনায়ক রোহিত শর্মা। পাশাপাশি দলের বাকি খেলোয়াড়দেরও গুনতে হয়েছে জরিমানা।

চলতি আসরে দ্বিতীয়বারের মতো স্লো ওভার রেটে ধরা পড়ায় রোহিতকে জরিমানা করা হয়েছে ২৪ লাখ রুপি। এছাড়া দলের বাকি খেলোয়াড়দের জরিমানার অংকটা ৬ লাখ রুপি অথবা ম্যাচ ফি'র ২৫ শতাংশ অর্থের মধ্যে যেটি কম হয় সেটি।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষেও স্লো ওভার রেটে ধরা পড়েছিল মুম্বাই। সেদিন রোহিত গুনেছিলেন ১২ লাখ রুপি জরিমানা। চলতি আসরে এই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পোহাতে হবে রোহিতকে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top