মোস্তাফিজের এক ওভারেই কার্তিকের ২৮ রান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২, ২০:৫৮

মোস্তাফিজের এক ওভারেই কার্তিকের ২৮ রান

প্রথম তিন ওভারে ২০ রান দিয়ে মোস্তাফিজুর রহমান ভালো ফিনিশের অপেক্ষায় ছিলেন। কিন্তু শেষটা হলো বিষাদময়। বাঁহাতি পেসারের এক ওভারেই দিনেশ কার্তিক নিলেন ২৮ রান! তাতে তার বোলিং স্পেল শেষ হলো ৪ ওভারে ৪৮ রানে।

দিল্লি ক্যাপিটালসের জার্সিতে এবারের আইপিএলে দারুণ খেলছিলেন মোস্তাফিজ। প্রথম ম্যাচে ২৩ রানে নিয়েছিলেন ৩ উইকেট। দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে কোনো উইকেট না নিয়ে দিয়েছিলেন ২৬ রান। শেষ ম্যাচেও তার বোলিং ছিল ধ্রুপদী।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কিপটে মোস্তাফিজ খরচ করেন ২১ রান। তিন ম্যাচের দুটিতেই ‘চেঞ্জরুম প্লেয়ার অব দ্য ম্যাচ’ এর পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশি তারকা পেসার।

শনিবার ওয়াংখেড়েতে উল্টো চিত্র দেখলেন তিনি। অবশ্য তার শুরুটা খারাপ হয়নি। ইনিংসের প্রথম ওভারে বাঁহাতি পেসার দিয়েছিলেন ৫ রান। দ্বিতীয় ওভারে দুই চার হজম করেন। মোট দেন ১০ রান। ১৬তম ওভারে বোলিংয়ে ফিরে মোস্তাফিজের বোলিং ছিল আঁটসাঁট। ৫ রান দিয়ে দিল্লির মুখে হাসি ফোটান। কিন্তু ১৮তম ওভারে সেই হাসি কেড়ে নেন কার্তিক। চারটি চার ও দুটি ছক্কায় বাঁহাতি পেসারকে এলোমেলো করে দেন ডানহাতি ব্যাটসম্যান। লাইন ও লেন্থ হারিয়ে বল করছিলেন। সেগুলো কার্তিক কাজে লাগান দারুণভাবে।

এদিন কার্তিক ছিলেন বিধ্বংসী চেহারায়। ৩৪ বলে ৫টি করে চার ও ছক্কায় ৬৬ রান করেন। তাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বড় সংগ্রহ পেয়েছে। ৫ উইকেটে তাদের রান ১৮৯। 

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top