আইপিএলে ইতিহাসে লজ্জার রেকর্ড গড়ল মুম্বাই ইন্ডিয়ান্স

মুনাজ | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ০০:৪১

আইপিএলে ইতিহাসে লজ্জার রেকর্ড গড়ল মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএলের সেমিফাইনাল মানেই মুম্বাই ইন্ডিয়ান্স থাকবেই। এমনটাই ঘটে আসছিলো আইপিএলের বেশিরভাগ আসরেই। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল বলা যায় মুম্বাইকে। কিন্তু চলতি আইপিএলে তাদের পারফরম্যান্স একেবারে যাচ্ছেতাই। ৭ ম্যাচে মাঠে নেমে তারা এখনো একটি ম্যাচেও জয় পায়নি। যা আইপিএলের ইতিহাসে নতুন লজ্জার রেকর্ড।

এর আগে ২০১৪ সালে তারা টানা পাঁচ ম্যাচে হেরেছিল। ১৭ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে ১৮ রানে হেরে আইপিএলের ইতিহাসে তৃতীয় দল হিসেবে টানা ছয় ম্যাচে হার মানে। সেই তালিকায় মুম্বাইর আগে ছিল দিল্লি ডেয়ারডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষ ওভারে তারা ৩ উইকেটে হার মেনেছে চেন্নাই সুপার কিংসের কাছে। মুম্বাইর ছুড়ে দেওয়া ১৫৫ রান তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইর প্রয়োজন ছিল ১১ রান। মাহেন্দ্র সিং ধোনি সেই ওভারের শেষ চার বলে ২ চার ও ১ ছক্কায় তোলেন ১৬ রান। তাতে জয় নিশ্চিত হয় চেন্নাইর। আর টানা ৭ ম্যাচে হারের লজ্জার রেকর্ড হয় মুম্বাইর।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে টানা পাঁচ ম্যাচ হেরেও প্লে-অফ খেলেছিল মুম্বাই। এবার টানা ৭ ম্যাচ হেরেও কি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে তারা?

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top