বাটলারের রানের বন্যা থামছেই না

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৯:৫৭

বাটলারের রানের বন্যা থামছেই না

একবছর আগের এই দিনেই বাটলারের সেঞ্চুরি সংখ্যা কত ছিল শূন্য। গেল এক বছরের মধ্যেই ইংরেজ তারকা করেছেন পাঁচ সেঞ্চুরি। আইপিএলে শেষ আট ইনিংসের চারটিই সেঞ্চুরির রুপ পেয়েছে। আরেকটি সেঞ্চুরি এসেছিল বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। আর এবারের আইপিএলে তো বাটলার স্রেফ পাগলামিই শুরু করে দিয়েছেন! অন্য কেউ যেখানে তিন শ রানের কোটায়ও পৌঁছতে পারেননি, তিনি সাত ম্যাচে করে ফেলেছেন ৪৯১ রান। মজার ব্যাপার হচ্ছে, এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ হার্দিক পান্ডিয়ার ২৯৫ রান, আর বাটলারের শুধু বাউন্ডারি থেকেই এসেছে ৩৫৬ রান। 

বাটলার বাদে আইপিএলে চারটি বা তার বেশি শতক আছে আরও চারজনের। ওয়ার্নারের চার সেঞ্চুরি ১৫৫ ইনিংসে। স্বদেশি ওয়াটসনেরও থেমে যাওয়া ক্যারিয়ারে সমান সংখ্যক সেঞ্চুরি ১৪১ ইনিংসে। বিরাট কোহলির ২০৬ ইনিংসের পাঁচটিই সেঞ্চুরি ছুঁয়েছে। আইপিএলে সবচেয়ে বেশি শতক রয়েছে ক্রিস গেইলের, ১৪১ ইনিংসে তার সেঞ্চুরি সংখ্যা ছয়। এবারের আইপিএলে সাত ম্যাচে তিন সেঞ্চুরির আগে গেলবারেও বাটলার করেছিলেন এক সেঞ্চুরি। মাত্র ৭১ ইনিংসেই তাই আইপিএলে চারটি শতক হয়ে গেছে তার। 

এই আইপিএলে তো জশ বাটলার একটা মেশিনই হয়ে গিয়েছেন, রান মেশিন। ছিনিমিনি খেলা বলতে যা বুঝায়, তাই যেন বুঝানোর দায়িত্ব তিনি নিয়ে ফেলেছেন। যা ব্যাটিং করছেন, প্রতিপক্ষের বুকে সত্যিকার অর্থেই কাঁপন ধরিয়ে দিবে। 

এনএফ৭১/এমএ/২০২২

 



বিষয়: বাটলার Butter IPL


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top