আইপিএলে শক্তিশালী বোলিং আক্রমণের লড়াই আজ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ০৬:০৩
এক পাশে ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, মার্কো জানসেন আর টি নটরাজন। অন্য দলে লুকি ফার্গুসন, মোহাম্মদ শামি, আলজেরি জোসেফ আর রশিদ খান। সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটান্স-বোলিং শক্তিতে বলীয়ান দুই দলের লড়াই বুধবার (২৭ এপ্রিল) আইপিএলে।
চমৎকার দুই বোলিং আক্রমণের লড়াই দেখার অপেক্ষায় দর্শকরা। তার সঙ্গে রশিদ খান তার সাবেক ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে আরও একবার মাঠে নেমে কী করেন, সেটাও দেখার।
সর্বশেষ চলতি মাসের শুরুতে দুই দলের লড়াইয়ে রশিদ ছিলেন নিজের ছায়া হয়ে। ব্যাট হাতে শূন্য করার পর বোলিংয়েও হায়দরাবাদ ব্যাটারদের বিপদে ফেলতে পারেননি।
টাইটান্স চলতি মৌসুমে তাদের প্রথম এবং একমাত্র হারটি দেখে ওই ম্যাচেই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কি ঘুরে দাঁড়াতে পারবে হার্দিক পান্ডিয়ার দল, নাকি আরও একবার হাসবে কেন উইলিয়ামসনের হায়দরাবাদ?
সম্ভাব্য একাদশ
গুজরাট টাইটান্স
শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেয়াতিয়া, অভিনব মনোহর, রশিদ খান, আলজেরি জোসেফ, লুকি ফার্গুসন, মোহাম্মদ শামি, ইয়াশ দয়াল।
সানরাইজার্স হায়দরবাদ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, রাহুল তেয়াতিয়া, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শশাঙ্ক সিং, জে সুচিথ/ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, উমরান মালিক, টি নটরাজন।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।