মিরাজ আন্ডাররেটেড ক্রিকেটার: তামিম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ১৫:৫০

মিরাজ আন্ডাররেটেড ক্রিকেটার: তামিম

২০১৬ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় মেহেদী হোসেন মিরাজের। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ব্যাটে-বলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতেন অধিনায়ক মিরাজ। তবে জাতীয় দলে এসে কেবলই যেন বোলার হয়ে যান মিরাজ।

যদিও সর্বশেষ এক-দেড় বছরে ব্যাটিংয়েও মিরাজের দারুণ উন্নতি লক্ষ্য করা গেছে। তবে বল হাতে ওয়ানডে এবং টেস্টে এখনও দলের অন্যতম সেরা পারফরমার মিরাজ। মাঠেও দলকে রাখেন দারুণ উজ্জীবিত। ম্যাচে অধিনায়কের কোনো চাওয়াতে না করেন না এই ক্রিকেটার। মিরাজকে নিয়ে টাইগার ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, ক্রিকেটার হিসেবে আন্ডার রেটেড মিরাজ।

ইএসপিএন ক্রিকইনফোতে দেওয়া এক সাক্ষাৎকারে অধিনায়ক তামিম বলেন, ‘আমি মনে করি মিরাজ আমাদের ওয়ানডের সেরা খেলোয়াড়দের একজন। ক্রিকেটার হিসেবে সে খুবই আন্ডার-রেটেড। আমার মনে হয় সে বিশ্বের তিন কিংবা চার নম্বর (অষ্টম) বোলার। এটা নিয়ে কেউ কথা বলে না। শুধু পারফরম্যান্সই না সে মাঠে দারুণ আবহ তৈরি। সে কোনো কিছুতে কখনও না করে না।’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top