রেকর্ড ১৭ ছক্কায় ১৬১ রান করলেন স্টোকস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২২, ২০:১২

রেকর্ড ১৭ ছক্কায় ১৬১ রান করলেন স্টোকস

কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে বৃহস্পতিবার প্রথমবার মাঠে নামেন বেন স্টোকস। ডারহামের হয়ে প্রথম দিন অবশ্য ব্যাট করার সুযোগ পাননি। দ্বিতীয় দিন ৬ নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। ৮৮ বল মোকাবিলা করে রেকর্ড ১৭টি ছক্কা হাঁকান, সঙ্গে ৮টি চার। আউট হন ১৬১ রান করে। 

ওরচেস্টারশায়ারের বোলার জস বাকেরের এক ওভারে স্টোকস ৩৪ রান নেন। তার ওই ওভারে টানা পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকান তিনি। এর আগে ২০১১ সালে তিনি কাউন্টিতে এক ওভারে ৫ ছক্কা হাঁকিয়েছিলেন।

ব্যাট হাতে ঝড় তুলে ৬৪ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন স্টোকস। শেষ পর্যন্ত ১৭ ছক্কায় ১৬১ রান করে থামেন তিনি।

১৭ ছক্কা কাউন্টি ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ। তার আগে ১৯৯৫ সালে অ্যান্ড্রু সাইমন্ডস গ্লামরগানের হয়ে ওরচেস্টারশায়ারের বিপক্ষে ১৬ ছক্কা মেরেছিলেন। ২০১১ সালে গ্রাহাম নেপিয়ার এসেক্সের হয়ে সারের বিপক্ষে ১৬ ছক্কা হাঁকিয়েছিলেন এক ইনিংসে।

এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ২০০ এর কম রানের ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়েছেন তিনি।

এনএফ৭১/এমএ/২০২২



বিষয়: স্টোকস


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top